শ্রীকান্ত
যেন কিছু মনে কর না
কেউ যদি কিছু বলে
কেউ যদি কিছু বলে
কত কি যে সয়ে যেতে হোল
ভালবাসা হলে
যেন কিছু মনে কর না
কেউ যদি কিছু বলে
কেউ যদি কিছু বলে
কত কি যে সয়ে যেতে হোল
ভালবাসা হলে
যেন কিছু মনে কর না
কেউ যদি কিছু বলে
কেউ যদি কিছু বলে
কেউ যদি দেখে ফেলে 
আস তুমি এই পথে
তার কোন কথা শুনে থেম না গো কোন মতে
কেউ যদি দেখে ফেলে 
আস তুমি এই পথে
তার কোন কথা শুনে থেম না গো কোন মতে
চোখ দুটি ভোর না অভিমানী আখি জ্বলে 
যেন কিছু মনে কর না
কেউ যদি কিছু বলে
কেউ যদি কিছু বলে
ফাগুন কে আরও মনে পরে মেঘ এলে ফাগুনে
সোনা সেত খাটি সোনা হয় পুরে গেলে আগুনে
ফাগুন কে আরও মনে পরে মেঘ এলে ফাগুনে
সোনা সেত খাটি সোনা হয় পুরে গেলে আগুনে
তাই বলি দেখা পেলে ভেঙ্গে তুমি পরো না গো
স্বরলিপি নাই থাক গান ভুল কোর না গো
তাই বলি দেখা পেলে ভেঙ্গে তুমি পরো না গো
স্বরলিপি নাই থাক গান ভুল কোর না গো
সব কথা গঞ্জনা মানুষ শুধু খেলা ছলে
যেন কিছু মনে কর না
কেউ যদি কিছু বলে
কেউ যদি কিছু বলে
কত কি যে সয়ে যেতে হোল
ভালবাসা হলে
যেন কিছু মনে কর না
কেউ যদি কিছু বলে
কেউ যদি কিছু বলে
LYRICS OF BANGLA SONG OF SRIKANTW
![LYRICS OF BANGLA SONG OF SRIKANTW]() Reviewed by Sabbir Karim
        on 
        
8:45 PM
 
        Rating:
 
        Reviewed by Sabbir Karim
        on 
        
8:45 PM
 
        Rating: 
       
 
 
 
 
No comments: